রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইখাল ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক পাল জানান, সকালের দিকে খবর পেয়ে ধোলাইখাল ফ্লাইওভারের নিচ থেকে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা যান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
তিনি জানান, সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস