অর্থনীতি

আপাতত গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই: উপদেষ্টা

আপাতত গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই: উপদেষ্টা

জনস্বার্থ বিবেচনা করে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

Advertisement

বুধবার (৭ মে) সচিবালয়ে শিল্পে গ্যাস সংকট নিয়ে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমরা যে নতুন মূল্যে গ্যাস আনি সেই তুলনায় গ্যাসের দাম অনেক কম। তবুও আমরা আপাতত গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বিদ্যুতের কোনো মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি না, জনস্বার্থ ও শিল্পের স্বার্থ বিবেচনা করে।’

এদিকে সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট (২৫০ মিলিয়ন ঘন ফুট-এমএমসিএফডি) গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।

Advertisement

তিনি বলেন, পত্র-পত্রিকায় লেখা হয়েছে গ্যাস সরবরাহের অপ্রতুলতার কারণে শিল্পে উৎপাদনে ব্যাঘাত ঘটছে। এই পরিস্থিতি সম্পর্কে আমরা জানি। বড় বড় শিল্পোদ্যোক্তা যারা রয়েছেন আজ তারা এখানে ছিলেন। আমরা সবাই মিলে এটা নিয়ে আলাপ করেছি।

উপদেষ্টা বলেন, আলাপ করে আমরা কতগুলো সিদ্ধান্তে এসেছি। আমরা তাদের তথ্য-উপাত্ত দিয়ে দেখিয়েছি যে আমাদের দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। সেই ঘাটতি পূরণের জন্য আমরা এলএনজি আমদানি বাড়াচ্ছি। নতুন নতুন শিল্প হয়ে গেছে। আমরা কিন্তু গ্যাসের সরবরাহ কমাইনি। এখন যে তাদের (ব্যবসায়ী) আমেরিকার রেসিপ্রোক্যাল ট্যারিফের কারণে সমস্যা হচ্ছে, এজন্য আমরা এটা সম্পর্কে খুব সংবেদনশীল। এজন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন সিঙ্গাপুর থেকে আসবে দুই কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি টাকা ৬৯০ টাকার সরকারি এলপিজি ১৫০০ টাকায় বিক্রি, বিপিসিতে দুদক সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত

ফাওজুল কবির খান বলেন, রমজান উপলক্ষে যে গ্যাস দেওয়া হতো সেখান থেকে আমরা ১৫ কোটি ঘনফুট (১৫০ এমএমসিএফডি) গ্যাস বিদ্যুতের পরিবর্তে শিল্পে দেবো। এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত।

তিনি বলেন, দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে আগস্ট পর্যন্ত অতিরিক্ত চারটি এলএনজি কার্গো আনবো। এতে আরও ১০ কোটি ঘনফুট (১০০ এমএমসিএফডি) গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে গ্যাসের বরাদ্দ ২৫০ কোটি ঘনফুট বাড়বে। বরাদ্দের ক্ষেত্রে আমরা শিল্প এলাকায় দেবো। আমরা একমত হয়েছি যে, কাজগুলো আমরা একসঙ্গে করবো। শিল্প এলাকাগুলো ওনারা (ব্যবসায়ী) চিহ্নিত করে দেবেন। সেগুলোতে আমরা সরবরাহ বাড়াবো এবং এগুলো ক্রমাগত তদারকি করবো।

Advertisement

উপদেষ্টা বলেন, শিল্পোদ্যোক্তারা আমাদের আর একটা কথা জানিয়েছেন যে, অবৈধ সংযোগের কারণে তারা অনেক ক্ষেত্রে গ্যাস পান না। এ বিষয়ে একটা জয়েন্ট টাস্কফোর্স হবে। সেই টাস্কফোর্সের সঙ্গে কাজ করে খুব দ্রুত এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করবো।

গ্যাস অনুসন্ধানে এ বছর ৫০টি কূপ খনন করা হবে জানিয়ে ফাওজুল কবির খান বলেন, আগামী বছর ১০০টি কূপ খনন করা হবে। এছাড়া ভোলাসহ বিভিন্ন এলাকায় নতুন কূপের অনুসন্ধান করবো। আমরা এরই মধ্যে তাদের (ব্যবসায়ী) জানিয়েছি তিনটি গ্যাসক্ষেত্রে কাজ করে আমরা ২৭ এমএমসিএফডি নতুন গ্যাস পেয়েছি। এগুলো কিন্তু পাইপলাইনে এসে গেছে।

জ্বালানি উপদেষ্টা বলেন, আমরা গ্যাস অনুসন্ধানে নজর দিচ্ছি। আমরা ৫০টা যে কূপ খনন করছি এটা যদি সফল হয় তবে সেখান থেকে আরও ৫০০ এমএমসিএফডি গ্যাস আমরা আনতে পারবো। ভোলায় নতুন করে সিসমিক সার্ভে ও ড্রিলিং করা হচ্ছে। আমরা রিগ (গ্যাস অনুসন্ধান যন্ত্র) কিনছি। এখন যে রিগগুলো আছে সেগুলো গভীরে যায় না। এজন্য আমরা একটি ডিপ রিগ কিনছি। আমরা বিবিয়ানার পরিস্থিতি সম্পর্কে সচেতন।

আরএমএম/এমএএইচ/এএসএম