ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অবৈধ ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (৭ মে) বিকেল ৩টার দিকে জরুরি বিভাগের সামনে এই অভিযান চালানো হয়।
Advertisement
হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অবৈধ ২১টি হুইলচেয়ার জব্দ করা হয়েছে। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।
ঢামেক হাসপাতালের সামনে থেকে জব্দ করা চেয়ার
তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার অভিযোগ রয়েছে এই অবৈধ হুইলচেয়ার দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে। এই হুইলচেয়ার দালাল প্রতারক চক্রটি দেশের বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে (আইসিইউ) বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ও রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এজন্য এ ধরনের অভিযান চলমান রাখা হবে।
Advertisement
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আমরা জরুরি বিভাগের সামনের বিভিন্ন জায়গা থেকে তালা ভেঙে ২১টি হুইলচেয়ার জব্দ করি। পরে সেগুলো হাসপাতালের প্রশাসনের জমা দেওয়া হয়।
দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের পোশাক ও আইডি কার্ড পরে ডিউটি করার জন্য কর্তৃপক্ষ আদেশ করেছে বলেও জানান তিনি।
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম
Advertisement