দেশজুড়ে

ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত

ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত

স্ত্রীকে মারধরে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে হাতুড়ি দিয়ে পেটান ছোট ভাই। এরপর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বড় ভাই।

Advertisement

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ৩টার দিকে পাবনার সদর উপজেলার শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মণ্ডলের ছেলে। আর অভিযুক্ত আরব আলী নিহতের আপন ছোট ভাই। তিনি ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মারধর করতে থাকেন। এসময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর শুরু করেন। এসময় দৌড়ে পালাতে গেলে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন ছোটা ভাই।

এরপর আহত আব্দুল ওহাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা ছোটা ভাইকে আটক করে পুলিশে দেয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, অভিযুক্তকে স্থানীয়রা আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে নিয়ে যায়।

আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/এএসএম

Advertisement