বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
Advertisement
বুধবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেফতার দেখান। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে তিনি ‘ধন্যবাদ’ বলেন। পরে লিফটে নিচে নামানোর জন্য জোরাজুরি করেন তিনি।
এদিন বেলা পৌনে ১১টায় তাপসকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এরপর ১০টা ৫২ মিনিটে গুলশান থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়।
শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, তদন্তে তার নাম এসেছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর প্রার্থনা করছি। গ্রেফতার দেখানো হলে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া যাবে।
Advertisement
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, গান বাংলার তাপস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন। তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আরও পড়ুনগান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেফতারতাপসকে নিয়ে এসব কী বলছেন ঐশীশুনানি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখান। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে তাপস বিরক্তির সুরে ধন্যবাদ জানান। এরপর হেলমেট পরিয়ে তাকে আদালতের বারান্দায় নেওয়া হয়। তখন তিনি লিফটে যাওয়ার জন্য পুলিশ সদস্যের সঙ্গে জোরাজুরি শুরু করেন। পুলিশ সদস্যরা বলেন, এখান থেকে লিফট যায় না। এরপর তাকে হাঁটিয়ে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এসময় তিনি চুপচাপ ছিলেন।
তাকে গ্রেফতার দেখানো মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্যবিরোধীরা। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।
এমআইএন/এমআইএইচএস/জেআইএম
Advertisement