বিনোদন

আবারও মরুর বুকে ঝড় তুলবেন জেমস

আবারও মরুর বুকে ঝড় তুলবেন জেমস

মরুর দেশ সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য ফের সুরের ঝংকার নিয়ে আসছেন নগর বাউল জেমস। ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে সৌদি সরকারের আয়োজনে ৯ মে জেদ্দায় কনসার্টে মঞ্চ কাঁপাবেন এই রক আইকন।

Advertisement

এর আগে ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গানে গানে মাতিয়ে তুলেছিলেন জেমস। বিকেল থেকেই উপচে পড়া ভিড়, লাখো প্রবাসী দর্শকের সঙ্গে একাত্ম হয়ে গেয়েছেন ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘ভিগি ভিগি’-সহ একের পর এক জনপ্রিয় গান। কালো টি-শার্ট, নীল জিনস আর মাথায় পরিচিত সেই গামছা- গিটার হাতে মঞ্চে উঠতেই হর্ষধ্বনিতে কেঁপে ওঠে কনসার্ট ভেন্যু।

নিশ্চিত হওয়া গেছে, দাম্মামের পর এবার জেদ্দায় যাচ্ছেন তিনি। জেমসের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা, দেখা হবে জেদ্দাতে ৯ মে।’

জেদ্দার কনসার্টেও থাকবে চমক। জেমসের সঙ্গে গান গাইবেন আরও দুই শিল্পী- সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া।

Advertisement

এদিকে এ বছর দাম্মামের আয়োজনে গাইতে না পারলেও ৭ মে জেদ্দায় গাইবেন পড়শী। গত বছর রিয়াদ সিজনেও অংশ নিয়েছিলেন তিনি। পরদিন ৮ মে জেদ্দায় গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। জেদ্দার আগে দাম্মামে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে গান শুনিয়েছেন ইমরান।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে নানা দেশের শিল্পীদের এক মঞ্চে আনতে ২০১৯ সাল থেকে চালু হয়েছে ‘রিয়াদ সিজন’। সেই ধারাবাহিকতায় এ বছর নতুন আয়োজনে যোগ হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।

জেদ্দার কনসার্টেও কি দেখা যাবে দাম্মামের মতো উন্মাদনা? সেটা দেখার অপেক্ষায় এখন বাংলাদেশি প্রবাসীরা।

এলআইএ/জেআইএম

Advertisement