দেশজুড়ে

এবার নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান কুমিল্লার দৌলতপুরে

এবার নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান কুমিল্লার দৌলতপুরে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হবে। নার্গিস নজরুলের স্মৃতিবিজড়িত দৌলতপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব হবে।

Advertisement

মঙ্গলবার (৬ মে) কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে আয়োজিত এক প্রস্তুতিসভায় এ তথ্য জানানো হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুমিল্লার সংস্কৃতিকর্মীরা।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, এবারের নজরুল জন্মবার্ষিকীর প্রতিপাদ্য হলো ‘দুহাজার চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তারাধিকার’।

অনুষ্ঠানে স্মারক বক্তা থাকবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। উদ্বোধনী পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৩০ মিনিটের সাংস্কৃতিক পর্বে অংশ নেবে। অনুষ্ঠানে এ বছর ৬০০ স্মরণিকা ও ২০ হাজার পোস্টার সাঁটানো হবে।

Advertisement

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙার কার্পাসডাঙা ও চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নজরুল মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেশের সব জেলাতেই নজরুল জন্মজয়ন্তী পালিত হবে।

দৌলতপুর কাজী নজরুলের স্মৃতি বিজড়িত জায়গা। এখানে কবি তার বিশেষ পরিচিত আলী আকবর খাঁর সঙ্গে বেড়াতে আসেন। এরপর আলী আকবর খাঁর বোনের মেয়ে সৈয়দা নার্গিস আশা খানের সঙ্গে প্রেম ও বিয়ে করেন। নার্গিসকে নিয়ে তিনি কবিতা লেখেন। দৌলতপুরের খাঁ বাড়ির পুকুরে সাঁতার কাটেন নজরুল।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

Advertisement