মল্লিকাদের পিঠে অক্ষত দুর্ভাগ্যের নদী
Advertisement
আজ মনে হচ্ছে, আমি কখনোই এত সুন্দর ফুল দেখিনিএই রূপসী এখন আমার সামনে দাঁড়িয়েবসন্তের চাঁদের নিচে দুলছেদুলছে আর বসন্ত বাতাসের মধুর ধ্বনিআমি কখনোই এত সুমধুর সংগীত শুনিনিবসন্ত চাঁদে মল্লিকার ঘ্রাণে মিষ্টি সুরযতটা মিষ্টি একটি কণ্ঠস্বর তার সবটুকুমল্লিকা আমাকে মোহগ্রস্ত করেছেআমি কখনোই এত পবিত্র অনুভূতি অনুভব করিনি...
অথচ এই মল্লিকাদের পিঠে অক্ষত দুর্ভাগ্যের নদী বয়ে যায়মল্লিকারা একেকটি মায়া অ্যাঞ্জোলা, সিলভিয়া প্লাথ, বেগম রোকেয়া
****
Advertisement
মানুষ এবং ভালোবাসা
যখন আমি ভালোবাসিআমি অনুভব করি যে, আমি সময়ের রাজাআমিই পৃথিবী এবং এর সবকিছুই আমারতখন আমি বৃষ্টিতে চড়ে স্বর্গের দিকে যাত্রা করি। যখন আমি ভালোবাসিআমি লেজার আলোতে রূপান্তরিত হই আমার নোটবুকে থাকা কবিতাগুলোপাঁকা শস্য কিংবা বর্ণিল ফুলের ক্ষেত হয়ে যায়।যখন আমি ভালোবাসিআমার আঙুল থেকে জল প্রবাহিত হয়আমার জিভে ঘাস জন্মায়—চারিদিকে সবুজের অরণ্য।
যখন আমি ভালোবাসিআমি সময়ের বাইরে চলে যাইযখন মানুষকে ভালোবাসিপ্রকৃতির সব আমার দিকে পায়ে হেঁটে এগিয়ে আসতে থাকেবলে, এই ধরো হাত...
****
Advertisement
এক বসাতেই প্রেমের বর্ণমালা
রূপসা নদীর তীরে অচিন-তোমার সঙ্গে বসাতোমার হাসির নূপুর বাতাসে ভরপুরস্রোত ছড়িয়ে দেয় চারপাশে তোমার উষ্ণতা।
গোলাপি পাঁপড়ির ঝিরঝির, সবুজ পাতার ঝিলমিলতোমার মুখের রেখাগুলো হাসির স্রোতে মিশেঘাসের ওপর শুয়ে যেন অপ্সরা সব কবি, সব চিত্রশিল্পী কিংবা সমুদ্রের সব নাবিকনিশ্চয়ই পেয়েছে তোমার মতো কাউকে—স্রোতের চালক কিংবা চাঁদের আলো ছড়িয়ে দেওয়ার কারিগর।
আজকের রূপসার তীর আমার প্রিয় কবিতার খাতাপ্রেমের অভিধানএই নাও হাত—কথা বলতে থাকো... এসইউ/