সাহিত্য

জানালার পাশে জেগে জেগে এবং অন্যান্য

জানালার পাশে জেগে জেগে এবং অন্যান্য
জানালার পাশে জেগে জেগে

লজ্জায় লাল গালেএক থোক বাবলাকাঠের চুলযেমন জ্যোৎস্না ভেসে ওঠে গভীর অরণ্যে

Advertisement

নরম বালিশে নিশাচর ঘুমনীরবতা কাটিয়ে ভোর

চুমু দেয় শিশিরে স্বর্ণালি ছবি

****

Advertisement

বন্ধন

আজ তেরোবার তোমার হাসি মুছে দিয়েছিইনবক্স থেকে তোমার চুমুর ছাপওমুছেছি দশবার।

এখন আমার তালুতেতোমার তালুর উষ্ণতা খুঁজি…

****

মহামান্বিত রাত

চাঁদ ভেসে ওঠে রেশমির তরঙ্গেএকদল নিঃশ্বাসহীন তারার সঙ্গে...

Advertisement

দৃষ্টিজুড়ে ভালো লাগার উন্মত্ততাআমি একা, অনেক দূরে আছে কেউ কেউরুপালি স্রোত বহুদূর পর্যন্ত...

পাপড় ওড়ে জোনাকির সঙ্গেনিঃশব্দে ভেঙে যাচ্ছে হৃদয়...

এসইউ/জেআইএম