সারাদেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও তিনটি প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬৭ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (৫ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুনবেসরকারি স্কুল-কলেজে নিয়মিত কমিটি গঠন কার্যক্রম স্থগিতের নির্দেশএমপিওভুক্তিসহ কারিগরি শিক্ষকদের ১৫ দাবিপ্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ মের মধ্যে বদলি হওয়া অধ্যাপকদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে। অন্যথায় ওইদিন বিকেল থেকে তারা তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন।
প্রজ্ঞাপনে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তাদের পিডিএসে লগইন করে অব্যাহতি ও যোগদান প্রক্রিয়া আবশ্যিকভাবে সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
Advertisement
নতুন নিয়োগ পাওয়া ৬৭ অধ্যক্ষ-উপাধ্যক্ষের তালিকা দেখুন এখানে।
এএএইচ/ইএ/জেআইএম