বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে কাতার এনার্জি হতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানিকৃত এলএনজি’র বিপরীতে ৫০ শতাংশ ইনভয়েস পরিশোধের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
Advertisement
সোমবার (৫ মে) পেট্রোবাংলার সভাকক্ষ-১ এ এই এমওইউ স্বাক্ষরিত হয়।
আরও পড়ুননবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ দেবে ইআইবিপেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, মহাব্যবস্থাপক (হিসাব) মো. আব্দুল জলিলসহ কৃষি ব্যাংক ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে কাওরান বাজার শাখার উপমহাব্যবস্থাপক আশীষ কুমার দাস এমওইউ স্বাক্ষর করেন।
Advertisement
এনএস/ইএ/জেআইএম