দর্শকপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। বিগত সরকার পতনের পর থেকে বেশ আলোচনায় রয়েছেন তিনি। এর কারণ শুভ ‘মুজিব’ সিনেমায় অভিনয় করেছিলেন। এখন তিনি ভারতে রয়েছেন। সেখানে তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজ করছেন। শুভ অভিনীত এ সিরিজটি নির্মাণ করেছেন সৌমিক সেন। প্রযোজনায় রয়েছে সানি লিভ।
Advertisement
কয়েকদিন আগে তিনি ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক ‘আনন্দবাজার’র মুখোমুখি হয়েছিলেন। সে সময় তিনি তার ব্যক্তিজীবন, অভিনয়, বর্তমান ব্যস্ততা কথা বলেছেন।
‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণ সরকার পতনের পর আরিফিন শুভ কোনো সমস্যা পড়েছেন কি না জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তাহলে কলকাতার এ ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।’
এ অভিনেতা নিজের রাজনৈতিক অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। আমার কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই।’ আরিফিন শুভ আরও বলেন, ‘আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি। যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেবো। কিন্তু বাস্তবে আমি বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি।’
Advertisement
আরিফিন শুভ ‘আনন্দবাজার’র সাক্ষাৎকারে তার বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে।’
সোশ্যাল মিডিয়া ব্যবহার প্রসঙ্গে শুভ জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন না। তবে তার একটা পেজ রয়েছে। এটি তার টিম পরিচালনা করে।
আরিফিন শুভ সোশ্যাল মিডিয়ার প্রতি কিছুটা বিরক্ত- এমনটা এ সাক্ষাৎকার থেকে বোঝা গেছে। এ অভিনেতা বলেন, ‘ফেসবুক কেমন যেন একটা হেট মেশিনে (ঘৃণা ছড়ানোর যন্ত্র) পরিণত হয়েছে। লোকে নিজের জীবনে এতটাই বীতশ্রদ্ধ যে, অন্যের নিন্দা করে শান্তি পায়। ব্যাপার হল, যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা আমার জীবনটা কাটাচ্ছে না। আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কিচ্ছু জানে না।’
আরও পড়ুন: দুঃস্বপ্নে কাটছে আরিফিন শুভর দিন কলকাতার নতুন সিরিজে আরিফিন শুভআরিফিন শুভ তার কাজ নিয়ে আলাপকালে জানান, তার আগামী সিনেমা ‘নীলচক্র’শিগগির মুক্তি পাচ্ছে। ‘নুর’ ও, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ সিনেমাও মুক্তি মিছিলে রয়েছে।
Advertisement
এমএমএফ/এএসএম