দেশজুড়ে

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

Advertisement

রোববার (৪ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার-নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে পড়ে। এসময় ৪-৫টি মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় হাসনাত হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

Advertisement

জেডআইপি/এএমএ