কলকাতায় সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন শহরটির মেয়র ও রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা করপোরেশনের এক অনুষ্ঠানের পর এ কথা জানান তিনি।
Advertisement
দেশ-বিদেশের পর্যটকরা কলকাতায় এলে সূর্যাস্ত দেখতে দেখতে কফি কিংবা চায়ে চুমুক দিয়ে শহরের মনোরম দৃশ্য উপভোগ করেন। তাদের কথা মাথায় রেখে নগরীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছিল ছাদের ওপর অর্থাৎ রুফটপ রেস্তোরাঁ।
আরও পড়ুন>>
কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪ কাশ্মীরে হামলায় পশ্চিমবঙ্গের তিনজনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর শোক সীমান্তে কড়াকড়ি/ বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় ভারতীয়রাকিন্তু গত মঙ্গলবার (২৯ এপ্রিল) কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের সুরক্ষা ব্যবস্থায় নানান গাফিলতি প্রকাশ্যে এসেছে।
Advertisement
এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি জানান, হোটেলের রুফটপ রেস্তোরাঁয় দাহ্য পদার্থ মজুত ছিল। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও নানান প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর নড়েচড়ে বসে কলকাতা করপোরেশন।
পরে কলকাতা পুলিশ, দমকল বিভাগ এবং কলকাতা করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শহরের সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
তিনি বলেন, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অনুরোধ করছি, যাতে তিনি সব রুফটপ রেস্তোরাঁর নামের তালিকা আমাদের কাছে দেন। আমরা রেস্তোরাঁগুলোতে নোটিশ পাঠিয়ে দেবো। বড়বাজারে অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়র আরও বলেন, আপাতত ছাদের জায়গা কমানো হয়েছে, নোটিফিকেশনও জারি হয়েছে। যারা এই নির্দেশ মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
ডিডি/কেএএ/