জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
Advertisement
জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
বিষয়টি রোববার (৪ মে) জাগো নিউজকে নিশ্চিত করে জানিয়েছেন মোজাম্মেল বাবুর আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।
আইনজীবী নাজমুস সাবিক তুষ্টি বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যার মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুর জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের শুনানি শেষে আদালত জামিন প্রশ্নে চার সপ্তাহের জন্য রুল জারি করেছেন।
Advertisement
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গত ১৬ সেপ্টেম্বর সকালে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
এফএইচ/এমআইএইচএস/এমএস