গণমাধ্যম

‘দেশ ও মানুষের কল্যাণে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে’

‘দেশ ও মানুষের কল্যাণে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে’

দেশ ও মানুষের কল্যাণে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাঈদ আল নোমান।

Advertisement

তিনি বলেছেন, ‘রাজনীতি কিংবা গণমাধ্যম—যার যার অবস্থান থেকেই আমাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সেই দায়িত্ববোধ ও দৃষ্টিভঙ্গি নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতা চর্চার মাধ্যমে রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করতে হবে। মতভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।’

শনিবার (৩ মে) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) মিলনায়তনে টিসিজেএ সদস্যদের কল্যাণে গঠিত ডিপিএসের চেক বিতরণ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

Advertisement

এ সময় আরও বক্তব্য রাখেন টিসিজেএর সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, স্থায়ী সদস্য সনজীব দে বাবু ও রতন দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ এবং নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ ও রবিউল হোসেন টিপু।

এমডিআইএইচ/বিএ/এএসএম

Advertisement