দেশজুড়ে

এক কাতলের দাম ৫২ হাজার

এক কাতলের দাম ৫২ হাজার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৫২ হাজার টাকায়।

Advertisement

রোববার (৪ মে) সকালে দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

জানা গেছে, শনিবার দিনগত রাত ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার জেলে আলেকচানসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে বিশালাকৃতির এই কাতল মাছটি জালে ধরা পরে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়তে আনেন। ওজন করে দেখা যায় মাছটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম। মাছটি দেখতে আড়তে ভিড় করেন উৎসুক স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে সকালে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি কাতল মাছ ৫২ হাজার টাকায় কিনেছেন। এখন কেজিপ্রতি ৫০ বা ১০০ লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন। গতকালও তিনি ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি কাতল মাছ কিনেছিলেন।

Advertisement

রুবেলুর রহমান/এমএন/এএসএম