ক্যাম্পাস

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

Advertisement

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় এ ফল প্রকাশ করা হয়।

এবছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অবিজ্ঞান) ‌‌‘সি’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. রোহান রহমান। তিনি ৮৯ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৭১১১০৬৪১। বাবার নাম আনিসুর রহমান। তিনি কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন আহনাফ ফারহান ওহি। তিনি পেয়েছেন ৮৪.৫০ নম্বর। তার রোল নম্বর ৮১৩১১১২৯। বাবার নাম সুজাউল হক। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

অবিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন হালিমা খাতুন। তিনি পরীক্ষায় ৮০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৯১৭০০১৪৬। বাবার নাম ইউসুফ আলী। কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি।

মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম