বিবিধ

একজন শিক্ষককে বাঁচাতে এগিয়ে আসুন

একজন শিক্ষককে বাঁচাতে এগিয়ে আসুন

২৪ বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছেন কলেজ শিক্ষক মো. মোশাররফ হোসেন। একজন আদর্শবান শিক্ষক হিসেবে ছাত্রদের ভালোবাসা আর সম্মানেই তার জীবনের গল্প। কিন্তু হঠাৎ করেই জীবনের গল্প থেমে যেতে বসেছে। লিভার সিরোসিস নামক কঠিন এক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি।

Advertisement

গত সাত মাস ধরে নিজ সামর্থ্যের সবটুকু উজাড় করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মোশাররফ হোসেন ও তার পরিবার। জমি বিক্রি, ধারদেনা করে সবই শেষ। এখন চিকিৎসা চালিয়ে যাবেন, না পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেবেন, সেই সিদ্ধান্তই নিতে পারছেন না। চোখের সামনে চিকিৎসার কাগজ, অন্য পাশে পরিবারের অসহায় দৃষ্টি। একসময় যিনি আলোকিত করেছেন অসংখ্য প্রাণ, আজ তিনি নিজেই এক টুকরো আলোর জন্য চেয়ে আছেন আমাদের দিকে।

চিকিৎসকরা জানাচ্ছেন, তাকে বাঁচাতে হলে লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া উপায় নেই। এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪৫ লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্পূর্ণ অসম্ভব। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) অধ্যাপক ডা. শাহিনুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

আজ মোশাররফ হোসেন কোনো শিক্ষক নন, তিনি একজন অসহায় মানুষ, একজন বাবা, একজন স্বামী, একজন সন্তান। আমরা যদি একটু হাত বাড়াই, একটু সহানুভূতি দেখাই, তবে হয়তো নতুন করে শুরু হতে পারে তার জীবনের পাঠশালা।

Advertisement

যেকোনো আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:বিকাশ (পারসোনাল): ০১৭১৮৮৭১৩৫৮। ব্যাংক হিসাব নম্বর: ৩৮২২রাউটিং: ০৩৫০৪০২২২শাখা: বেতাগী, বাংলাদেশ কৃষি ব্যাংক

আরএমএম/এসএনআর/এমএস