জাতীয়

রাঙ্গুনিয়ায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়ায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত মো. রাসেল ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল এক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বিকেলে মোবারক আলী টিলা এলাকায় একদল লোক তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ পাশের ধানের জমিতে ফেলে চলে যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার শরীরে শটগানের একাধিক গুলির চিহ্ন এবং ধারালো অস্ত্রে একাধিক জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের আশপাশে একাধিক দোকান থাকলেও এ ব্যাপারে কেউ মুখ খুলছে না। মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

অধিকতর তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

রফিক হায়দার/ইএ