দেশজুড়ে

১২ শিক্ষকের বিদ্যালয়ে ৪ এসএসসি পরীক্ষার্থী, সবাই ফেল

১২ শিক্ষকের বিদ্যালয়ে ৪ এসএসসি পরীক্ষার্থী, সবাই ফেল

নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে টানা দুই বছর এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নেয় চার শিক্ষার্থী, কিন্তু কেউই পাস করতে পারেনি। এর আগের বছরও দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তারাও অকৃতকার্য হয়।

Advertisement

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১১ সালে বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায়। তবে শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা নেই বললেই চলে। কাগজে-কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭৫ জন দেখানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টি প্রায় সময়ই বন্ধ থাকে। মাঝে মাঝে দুই-একজন শিক্ষক এলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।

Advertisement

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারকে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডিমলা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, গত বছর দুজন এবং এবার চারজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, তারা সবাই ফেল করেছে। পরপর দুবার ফল শূন্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমিরুল হক/ইএ (এএইচকিউ)

Advertisement