আইপিএলের জমজমাট আসরের শুরুটা ২০০৭ সালে। সেই সময় বৈভব সূর্যবংশীর বয়স কত? বয়সের হিসেব পরে। আইপিএল যখন শুরু হয়েছে, তখন তো জন্মই হয়নি সূর্যবংশীর।
Advertisement
আইপিএল শুরুরও চার বছর পর জন্ম সূর্যবংশীর, ২০১১ সালের মার্চে। ২০১৭ সালে বাবার কোলে চড়ে দেখতে এসেছিলেন আইপিএল, তখন তার বয়স মাত্র ৬। সেই ছবি এতদিন পর ভাইরাল।
হবেইবা না কেন? ১৪ বছরের সূর্যবংশী যে তাক লাগিয়ে দিয়েছেন! গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সংবাদ শিরোনাম এই কিশোর। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ড গড়েছেন সূর্যবংশী, বলের হিসেবে যা টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম।
বর্তমানে লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ ৬ বছর বয়সী সূর্যবংশীর বাবার কোলে বসে আইপিএল দেখতে আসার একটি ছবি আপলোড করেছেন। তখন রাইজিং পুনে সুপার জায়ান্টসের জার্সি গায়ে সমর্থন দিতে এসেছিল ছোট্ট সূর্যবংশী।
Advertisement
গোয়েঙ্কার দল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেই এবার আইপিএল অভিষেক হয়েছে সূর্যবংশীল। প্রথম ম্যাচে শার্দুল ঠাকুরকে ছক্কা মেরে শুরু করেছিলেন।
১ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হওয়া সূর্যবংশী এবার সাইডবেঞ্চে ছিলেন শুরুর দিকে। সঞ্জু স্যামসন ইনজুরিতে পড়ায় কপাল খোলে এই কিশোরের। অভিষেক ম্যাচে লখনৌর বিপক্ষে ২০ বলে ৩৪ রান করেন। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সুবিধা করতে পারেননি, আউট হন ১৬ করেই।
তবে নিজের তৃতীয় ম্যাচেই জাত চিনিয়েছেন সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিপক্ষে ২১০ তাড়া করতে গিয়ে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তো বটেই। তার দল রাজস্থান রয়্যালস টিকে রয়েছে প্লে-অফের দৌড়ে।
এমএমআর/এমএস
Advertisement