পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম উদয়পুর এলাকায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণে মানবিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য জনপদে বসবাসরত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুর্গম উদয়পুর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয় নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেছে বিজিবি।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) বিজিবির মারিশ্যা জোনের (২৭ বিজিবি) উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম গাউ ডোমর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে এ ঢেউটিন দেওয়া হয়।
উদয়পুর বিওপির কমান্ডার স্থানীয় কারবারি ও সাধারণ জনগণের হাতে ৪২ পিস ঢেউটিন ও ৬ পিস তুলি হস্তান্তর করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবির অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪ ‘সন্ত্রাসী’ নিহত, সন্দেহ ভারতকে ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমীর খসরুএ ব্যাপারে বিজিবির মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন সুবিশাল পার্বত্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় বিভিন্ন জনকল্যাণমুখী কাযর্ক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গাউ ডোমর এলাকায় স্কুল নির্মাণের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে।
Advertisement
বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সবসময়ই অব্যহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ।
এমডিআইএইচ/কেএসআর/জিকেএস