গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে অনেক সময় দেখা যায়, এসি চালিয়ে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। ফলে অনেকেই দুশ্চিন্তায় থাকেন কীভাবে বিদ্যুৎ খরচ কমাবেন। তবে জানেন কি? ঘরে এসি ফ্যান একসঙ্গে চালিয়েও বিদ্যুৎ খরচ কমানো যায়।
Advertisement
তাপপ্রবাহের সময় দিনে ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়ে বসে থাকতে হয়। কিন্তু টানা এসি চালালে এর প্রভাব গ্রাহকের বিদ্যুৎ বিলের উপরেও প্রতিফলিত হতে শুরু করে। অনেকেই আবার বিদ্যুৎ বিল কমানোর জন্য এসি-র সঙ্গে সঙ্গে ফ্যানও চালিয়ে রাখেন।
এসির সঙ্গে ফ্যান চালিয়ে রাখলে কি আদৌ সত্যিই বিদ্যুতের বিল কমে? কিংবা এসি এবং ফ্যান একসঙ্গে চালিয়ে রাখার ফলে বিদ্যুৎ বিলের উপর কী প্রভাব পড়ে? আসুন জেনে নেই-
এটাও মনে রাখতে হবে যে, সিলিং ফ্যান চলার জন্যও বিদ্যুতের ব্যবহার হয়। কিন্তু এর খরচ এসির তুলনায় অনেকটাই কম। তাই যদি এসির সঙ্গে একটি সিলিং ফ্যান চালিয়ে রাখা হয়, তাহলে সামগ্রিকভাবে বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। এসির তাপমাত্রা খুব কম রাখা চলবে না। যারা ২০ অথবা ২২ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান এবং একসঙ্গে ফ্যানও চালিয়ে রাখেন, তাহলে বিদ্যুতের বিলের বোঝা অনেকাংশে বেড়ে যায়। কেউ যদি নিজের ঘরের এসি স্বাভাবিক ২৮ ডিগ্রি সেলসিয়াসে চালিয়ে রাখেন এবং এর সঙ্গে একটি ফ্যান চালিয়ে রাখেন, তাহলে বিদ্যুতের বিল অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে।
Advertisement
ঘর ঠান্ডা করার জন্য এসির প্রয়োজন হলেও, সেই ঠান্ডা বাতাস সঞ্চালনের জন্য ফ্যান ব্যবহার করা যেতে পারে, যা এসি চালানোর জন্য প্রয়োজনীয় সময় কমিয়ে দেয়। এর কারণ হলো ফ্যান এসির তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে, তাই একসঙ্গে এসি ফ্যান চালিয়ে রাখলে ঘর ঠান্ডা থাকবে এবং বিদ্যুৎও কম খরচ করবে।
আরও পড়ুন এসময় ডিস্কাউন্টে এসি কিনলে যেসব বিষয় মাথায় রাখবেন এসি কত তাপমাত্রায় চালালে বিদ্যুৎ বিল কমবে জানেন?সূত্র: নিউজ১৮
কেএসকে/এএসএম
Advertisement