রাজনীতি

নির্বাচন পেছানো বা পরিবেশ ঘোলাটে করা উচিত হবে না: আন্দালিব পার্থ

নির্বাচন পেছানো বা পরিবেশ ঘোলাটে করা উচিত হবে না: আন্দালিব পার্থ

জাতীয় নির্বাচন পেছানো বা নির্বাচন নিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

Advertisement

বিএনপির সঙ্গে বৈঠক শেষে নিজ দলের মতামত তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতামত থাকতে পারে, তবে যেগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া উচিত।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে পার্থর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে উভয় দলের নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমীর খসরু

নির্বাচন প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। আর এজন্য নির্বাচনী রোডম্যাপ এখন জনগণের একদম দাবিতে পরিণত হয়েছে। এ সরকারের উচিত দ্রুত রোডম্যাপ ঘোষণা করা।

Advertisement

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, ঐকমত্যের বাইরে সংস্কারের কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক ঐকমত্যের বাইরে কোনো ধরনের সংস্কার সম্ভবও নয়। এ ধরনের সংস্কারের প্রয়োজনে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, যেখানে ঐকমত্য হয়েছে, সেখানেই সংস্কার সম্ভব। তবে ঐকমত্যের বাইরে গেলে তা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই এগোতে হবে।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা এবং বিজেপি নেতাদের মধ্যে আন্দালিব রহমান পার্থসহ ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

কেএইচ/এমকেআর/জিকেএস

Advertisement