জাতীয়

জাতীয় চাহিদার প্রতি সংবেদনশীল পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা হবে

জাতীয় চাহিদার প্রতি সংবেদনশীল পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা হবে

জাতীয় চাহিদার প্রতি সংবেদনশীল পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

Advertisement

তিনি বলেন, শিক্ষা থেকে শুরু করে তৃণমূলের এনজিও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশ্বাসযোগ্য এবং জাতীয় চাহিদার প্রতি সংবেদনশীল পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) পরিসংখ্যানের গুণগত মান, স্বচ্ছতা ও প্রাপ্যতা পর্যালোচনা টাস্কফোর্সের দ্বিতীয় কার্যনির্বাহী সভায় তিনি এসব কথা বলেন। সভায় আট সদস্যের টাস্কফোর্স শিক্ষা, গবেষক, এনজিও, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং মিডিয়ার সঙ্গে অংশীদারত্বমূলক আলোচনায় অংশ নেয়। এসময় এসআইডি সচিব, বিবিএস মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানের গুণগত মান, স্বচ্ছতা ও প্রাপ্যতা পর্যালোচনা টাস্কফোর্সের চেয়ার বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, বাস্তবভিত্তিক এবং ভবিষ্যৎমুখী সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আমরা অংশীদারত্বমূলক আলোচনার করছি।

Advertisement

আরও পড়ুনবিনিয়োগের ক্ষেত্রে জাতীয় স্বার্থের প্রাধান্য চান রাজনৈতিক দলগুলো সাড়ে ৮ ঘণ্টা পর সচল এনআইডি কার্যক্রম, সেবা মিলবে বুধবার থেকে 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- টাস্কফোর্সের সদস্য বিবিএসের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্ট্রিগেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অতনু রব্বানী ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনুস।

সভায় জানানো হয়, এ টাস্কফোর্স সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক পরিসংখ্যান তৈরিতে কাজ করবে। মাঠ পর্যায়ে ডেটা তৈরির একটি বাস্তবচিত্র যাচাই করে সংস্কারের প্রস্তাব দেবে। নির্ধারিত ৯০ দিনের মধ্যে যা পরিকল্পনা উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

টাস্কফোর্স পরিকল্পনা মন্ত্রণালয়ের বাইরে অন্য মন্ত্রণালয়ের অধীন থাকা বিভিন্ন সংস্থার জরিপ ও পরিসংখ্যান বিবিএসের জরিপ ও পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্য আনার বিষয়েও সুপারিশ করবে।

এর আগে টাস্কফোর্স তাদের কাজের শুরুতে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে কাজের পরিধি ও দিকনির্দেশনা নিয়ে সৌজন্য সাক্ষাৎ করে।

Advertisement

এনএইচ/কেএসআর