চট্টগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলার পর এবার ২৭ সাংবাদিকের নামে উল্টো মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) চট্টগ্রাম মহানগর হাকিম মো. আবু বকর সিদ্দিকের আদালতে মামলা করেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম নামের এক যুবক।
Advertisement
আদালত বাদীর আরজিটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভসহ ২৭ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে কয়েকজন মামলায় উল্লেখিত ঘটনাস্থলেও ছিলেন না। বাদি এজাহারে উল্লেখ করেন, ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্য।
চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ১ মে আনোয়ারার পারকী সৈকতে চট্টগ্রামের কর্মরত সাংবাদিকদের পূর্ব নির্ধারিত মিলনমেলা অনুষ্ঠান ছিল। ওই যুবক গত ৩০ এপ্রিল নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কর্মরত সাংবাদিকদের সম্মিলনী অনুষ্ঠান প্রতিহত করার প্রকাশ্য ঘোষণা দেন। ঘোষণার পরদিন (১ মে) সকালে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ গেটের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলায় তিন সাংবাদিক আহত হন। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন রেজাউল ইসলামসহ দুই হামলাকারীকে পুলিশে সোপর্দ করে।
Advertisement
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ১ মে সকালে সাংবাদিকরা পারকী সৈকতে যাওয়ার জন্য ওয়াসার মোড়ে বাসে ওঠার সময় রেজাউল ইসলামের নেতৃত্ব বেশ কয়েকজন যুবক এসে বাসের চালকদের কাছ থেকে চাবি কেড়ে নেন। এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান এবং একজনকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করেন। ওই সময় স্থানীয় লোকজন এসে সন্ত্রাসীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করে এবং হামলাকারী দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
হামলার পর সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো মামলা দায়েরের ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহ উদ্দিন রেজা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এছাড়া নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সফিক আহমেদ সাজিব ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাজেশ চক্রবতী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা ভিশনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা, চট্টগ্রামে কর্মরত সাংবাদিক সম্মিলনী কমিটির সদস্য নওশের আলী খান, রফিকুল ইসলাম সেলিম, হোসাইন তৌফিক ইফতেখার, শিমুল নজরুল ও কামাল পারভেজ।
এমডিআইএইচ/কেএসআর
Advertisement