দেশজুড়ে

এক মাসে সাগরে ৪ হাজার ৮৮১ কাছিমের ছানা অবমুক্ত

এক মাসে সাগরে ৪ হাজার ৮৮১ কাছিমের ছানা অবমুক্ত

গত এক মাসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ দিয়ে সাগরে ৪ হাজার ৮৮১টি কাছিমের ছানা অবমুক্ত করা হয়েছে। এসব ছানা পাঁচটি হ্যাচারি থেকে সংগ্রহ করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ কোডেকের দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর মো. লিয়াকত আলী।

তিনি বলেন, সবশেষ রোববার (২৭ এপ্রিল) সকালে টেকনাফের উত্তর শিলখালীতে কোডেক কমিউনিটি লেড টারটেল কনজারভেশন প্রকল্পের আওতায় ৯৫টি কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়।

এভাবে চলতি এপ্রিল মাসে ৪ হাজার ৮৮১টি সামুদ্রিক মা কাছিমের ছানা সংগ্রহ করে সাগরে অবমুক্ত করা হলো।

Advertisement

মো. লিয়াকত আলী বলেন, কোডেক গত পাঁচ বছর ধরে উখিয়া ও টেকনাফে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে কাজ করছে। ২০২০-২০২৪ সাল পর্যন্ত ৩০৩টি কাছিম থেকে সংগৃহীত ৩২ হাজার ৬৭১টি ডিমের মধ্যে থেকে মোট ২১ হাজার ৬৪৬টি কাছিমের ছানা সমুদ্রে ছাড়া হয়।

এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ১২৮টি কাছিম থেকে সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬১৭টি ডিম। যার মধ্যে ৭ হাজার ৮১৭টি কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জিকেএস

Advertisement