জাতীয়

পথচারী ও পরিবহনের যাত্রীদের ভয় দেখিয়ে ছিনতাই করেন তারা

পথচারী ও পরিবহনের যাত্রীদের ভয় দেখিয়ে ছিনতাই করেন তারা

চট্টগ্রামে পেশাদার ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলেন- চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার প্রয়াত শেখ আহম্মদের ছেলে মো. দিদার (৩২), চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পোমরা গ্রামের মো. হাসানের ছেলে মো. রায়হান উদ্দিন জাবেদ (২০), কক্সবাজার জেলার মহেশখালীর উত্তর রাজঘাট মাতারবাড়ী এলাকার মো. নাছেরের ছেলে মো. আরমান ওরফে ছনু মিয়া (২৫), একই গ্রামের প্রয়াত বুধা মিয়ার ছেলে আব্দুল খালেক (৩৮), একই থানার দক্ষিণ পুটিবিলা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. রিয়াজ (৩২), পেকুয়া থানাধীন বারবাকিয়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. সুমন (২৪), চট্টগ্রামের রাউজানের অলি মিয়ার হাট ইউনিয়নের আন্দরমানিক গ্রামের মো. জলিলের ছেলে মো. তাহসিন ওরফে রিপন ওরফে জিকু (২৪) এবং নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন বয়ারচর এলাকার প্রয়াত শাহ আলমের ছেলে মো. সাকিব (২৩)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা পেশাদার ছিনতাইকারী। গ্রেফতার ৮ জনের মধ্যে ৭ জন নগরীর বাইরের। তারা নগরীতে বসবাস করে চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় পথচারী ও বিভিন্ন পরিবহনের যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে টাকা মোবাইলসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।

তাদের অনেকের বিরুদ্ধে নগরীতে মামলা রয়েছে বলে জানান ওসি।

Advertisement

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস