মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে গ্রেফতার করায় মিষ্টি বিতরণ করেন।
Advertisement
বুধবার (১৪ মে) বিকেল ৫টায় মানিকগঞ্জের সিংগাইরে এই মিছিল হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের নেতৃত্বে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সিংগাইর বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে বক্তারা মমতাজ বেগমের আইনানুগ বিচার দাবি করেন এবং তার জামিন প্রতিহত করার ঘোষণা দেন।
স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুর রহমান সাগর বলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আমরা চাই আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।
Advertisement
এসময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু, ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির নেতারা।
মো. সজল আলী/জেডএইচ/জেআইএম