অর্থনীতি

উন্নয়নশীল দেশে উত্তরণ ও ট্রাম্পের শুল্ক বাংলাদেশের জন্য বড় সংকট

উন্নয়নশীল দেশে উত্তরণ ও ট্রাম্পের শুল্ক বাংলাদেশের জন্য বড় সংকট

উন্নয়নশীল দেশে উত্তরণ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলছে বলে অভিমত ব্যক্ত করেছেন অর্থনীতিবিদ সেলিম জাহান। তিনি বলেন, আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন সংকটের আবির্ভাব হয়েছে। সেই সংকটের নাম ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

তিনি বলেন, শুল্কযুদ্ধ যেটা শুরু হয়েছে সেটা ইউক্রেন যুদ্ধের চেয়ে কম অংশে ঘাতকের ভূমিকা পালন করবে না। যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ শুরু করলে বিকল্প কী আছে। আমরা কী তা আঞ্চলিকভাবে কাটিয়ে উঠতে পারবো? এই চিন্তাগুলো করা এখনই দরকার।

রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউপি) মিলনায়তনে বাংলাদেশের উন্নয়ন যাত্রা: অর্জন, চ্যালেঞ্জ এবং সুযোগ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত কেবল নেতিবাচক হিসেবে দেখলে আমাদের ভুল হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সুযোগ কতখানি আছে সেটাও দেখতে হবে। নিজের মতো করে শুল্ক যুদ্ধে আলাদা অবস্থান করতে চাইলে সেটাও ভুল হবে। এখানে যুথবদ্ধভাবে বা যৌথভাবে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আমেরিকায় রপ্তানি বাড়াবো। তাদের কাছ থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি পূরণ করবো। তাতে যুক্তরাষ্ট্র খুশি হবে, আমাদের ওপর শুল্ক কমাবে; এটা হবে না।

Advertisement

আরও আমদানি করে বাণিজ্য ঘাটতি মেটাবো। যুক্তরাষ্ট্রকে খুশি করবো, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এগুলো চলবে না। কারণ সে খুব যুক্তির মানুষ নয়। এ সমস্ত যুক্তি চলে যৌক্তিক মানুষের সঙ্গে। যোগ করেন তিনি।

এই অর্থনীতিবিদ বলেন, আমাদের বিকল্প চিন্তা করতে হবে। অন্যান্য রাষ্ট্র যারা আছে তাদের পণ্যের ওপরে আমাদের যে শুল্ক আরোপ আছে তা যদি কমিয়ে আনতে পারি, সেই সব রাষ্ট্রের সঙ্গে নতুন রকমের বাণিজ্য গড়ে তুলতে পারবো। আঞ্চলিকভাবে বা আঞ্চলিক বলয়ে যে সব দেশ আছে তাদের সঙ্গে শুল্ক নিয়ে আলাপ আলোচনা করি। এই বাজারে প্রবেশ করতে পারলে ভালো হবে। উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের দাম বাড়বে, চাহিদা কমে যাবে। সেখানে নতুন সুযোগ আমাদের খুঁজে বের করতে হবে। দীর্ঘমেয়াদে পণ্যের বৈচিত্র্য করতে হবে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণ হলে কিছু সুযোগ আমরা হারাবো। বিনাশুল্কে বা কম শুল্কে পণ্য পাঠাতে পারবো না। বৈশ্বিক ঋণের জন্য প্রতিযোগিতা করতে হবে। পণ্য রপ্তানিতে প্রতিযোগিতার সম্মুখীন হব। এগুলোর জন্য বাংলাদেশের অর্থনীতি কী প্রস্তুত? এ নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে কী না।

এসএম/এমআইএইচএস/এমএস

Advertisement