দেশজুড়ে

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. জুবায়ের (২৬) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলা সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সীমান্ত পিলারের শূন্যরেখার ওপারে এ দুর্ঘটনা ঘটে। আহত মো. জুবায়ের (২৬) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠের লম্বামাঠ এলাকার আবদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়ের দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে চোরাচালানের পটার বা বাহক হিসেবে কাজ করতেন। অন্য দিনের মতো শনিবার বিকেলেও তাকে সীমান্তের দিকে যেতে দেখা গেছে। সীমান্তের ওপারে চোরাই পণ্য আনতে গিয়ে আগে থেকে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে তার বাম পায়ের গোড়ালিসহ পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতের পরিবার বলছে, জুবায়ের দুপুরে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন শূন্যরেখা এলাকায়। সন্ধ্যায় স্থলমাইন বিস্ফোরণের আওয়াজ শুনে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তের ওপারে মিয়ানমার অত্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে লম্বামাঠ এলাকার এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছেন বলে শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।

নয়ন চক্রবর্তী/এফএ/জেআইএম