খেলাধুলা

সরকারের অনুমতি পেলেই পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ

সরকারের অনুমতি পেলেই পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ

বুধবার সকাল ১০টার দিকে ১৭ জনের (১০ ক্রিকেটার ও ৭ কর্মকর্তা) বড় বহর চলে গেছে আরব আমিরাত। পরের বহরটি দুবাইয়ের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছেড়ে গেল বিকালে।

Advertisement

আরব আমিরাত সফরে সে দেশের জাতীয় দলের সাথে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। তবে সেটাই টাইগারদের মূল উদ্দেশ্য নয়। আসল লক্ষ্য ও মূল সিরিজ ছিল পাকিস্তানের বিপক্ষে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়ার কথা লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় ও জাকের আলীদের।

এখন সবার মনে একটাই প্রশ্ন, পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের কি হবে? বাংলাদেশ দল কি ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাবে? নাকি আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ শেষেই দেশে ফিরে আসবে ?

আজ বুধবার সকাল ও বিকেলে দুবাই যাত্রার সময়ও পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত হয়নি। আদৌ হবে? এমন কথাও কেউ জোর দিয়ে বলেননি। কি করে বলবেন? বিষয়টাতো আর এখন শুধু বিসিবি কিংবা পিসিবির হাতে নেই।

Advertisement

বিসিবির অন্যতম পরিচালক এবং জাতীয় দল পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব থাকা স্ট্যান্ডিং কমিটি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আজ বুধবার বিকেলে জাগো নিউজের সাথে একান্ত আলাপে জানিয়েছেন, ‘পাকিস্তান সফর হবে কি হবে না, টিম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাবে কি যাবে না, সেটা এখনই বলা যাচ্ছে না। আর বিসিবি তা বলতেও পারছেনা। বিসিবির একার এখতিয়ার নেই।’

‘যেহেতু পাক-ভারত যুদ্ধের কারণেই পাকিস্তানে গিয়ে খেলা এখনও পুরোপুরি নিরাপদ নয়। তাতেও ঝুঁকি থাকবে। তাই নিরাপত্তা ইস্যু যেখানে, সেখানে দু’দেশের বোর্ডের চেয়ে দু’দেশের সরকারের সবুজ সঙ্কেত অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জাগো নিউজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে পুরো বিষয়টি অবহিত করেছি। এখন সরকারের মনোভাব ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়া বা না যাওয়া। বাংলাদেশ সরকার অনুমতি দিলেই শুধু জাতীয় দল পাকিস্তানে খেলতে যেতে পারবে। না দিলে যাবে না। আমরা (বিসিবি) সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

ভারত-পাকিস্তান যুদ্ধে বন্ধ হয়ে আছে পিএসএল। তবে যুদ্ধ বিরতির পর আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়ানোর কথা পাকিস্তান সুপার লিগের।

Advertisement

এআরবি/আইএইচএস/