আন্তর্জাতিক

শুল্ক স্থগিতের পর গ্লোবাল সাউথের নায়ক চীন

শুল্ক স্থগিতের পর গ্লোবাল সাউথের নায়ক চীন

বাণিজ্যযুদ্ধের পর চীন খুব ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯০ দিনের শুল্ক স্থগিতের পদক্ষেপকে জয় হিসেবেই দেখে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু এ ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই আলাদা। শুল্ক স্থগিতের এই পদক্ষেপকে একটি জাতীয় বিজয় হিসেবে দেখা হচ্ছে, যা ছাড় নিশ্চিত করেছে, জিডিপি পূর্বাভাস বাড়িয়েছে এবং চীনকে গ্লোবাল সাউথের নায়ক করে তুলেছে।

Advertisement

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরেও পরিবর্তন দেখা যাচ্ছে। সিনহুয়া বলছে, আগামীর জন্য এখন উভয় পক্ষকেই প্রজ্ঞা ও সাহস নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। অন্য গণমাধ্যম এটিকে বড় জয় হিসেবে দেখাচ্ছে।

তবুও চীনের জন্য উদ্বেগ রয়েছে। কারণ ট্রাম্প তার মন এখনও পরিবর্তন করতে পারেন। আবার কমিউনিস্ট পার্টি এখন সংস্কারের ব্যাপারে পিছিয়ে আসতে পারে।

বর্তমান সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনের ওপর আরোপ করা পারস্পারিক শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। অন্তত ৯০ দিনের জন্য। ফেন্টানাইল বাণিজ্যে চীনের ভূমিকার জন্য পূর্বে আরোপিত ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক বহাল থাকবে। তবে এক্ষেত্রে আলোচনা অব্যাহত থাকবে। তাছাড়া ৮০০ ডলারের কম মূল্যের ই-কমার্স প্যাকেজের ওপর ১২০ শতাংশ শুল্ক অর্ধেক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

Advertisement

যুক্তরাষ্ট্রের নেওয়া এসব পদক্ষেপের বিপরীতে চীন যে অফার দিয়েছে তা খুব বেশি নয়। দেশটি মার্কিন পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১০ শতাংশ করবে। চীন বোয়িং বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যা তার প্রয়োজন। বিরল খনিজ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে। এর ফলে বাণিজ্য আংশিকভাবে পুনরুদ্ধার হবে এবং প্রমাণ হবে যে যুক্তরাষ্ট্র লড়াই চালিয়ে যেতে সক্ষম নয়।

দুই দেশের মধ্যে সমঝোতার বিষয়ে মেসেজিং প্ল্যাটফর্ম উইচ্যাটে মার্কিন দূতাবাসের করা পোস্টের নিচে একজন লিখেছেন, সাম্রাজ্যবাদীরা সবাই কেবল কাগজের বাঘ।

অন্য একজন লিখেছেন, আমেরিকানরা যখন তাদের সুপারমার্কেটগুলোতে পণ্য ফুরিয়ে যায় তখন তারা তা সামলাতে পারে না।

চীনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাসও আবারও ফিরে এসেছে। গোল্ডম্যান স্যাকস এই বছরের জন্য তাদের পূর্বাভাস ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৬ শতাংশ করেছে। তারা আশা করছে যে মোট রপ্তানি আগের মতো ৫ শতাংশ হ্রাসের পরিবর্তে স্থিতিশীল থাকবে।

Advertisement

আরেকটি ব্যাংক জেপি মরগানও তাদের পূর্বাভাস ৪ দশমিক ৮% করেছে। চীন গ্লোবাল সাউথেও কূটনৈতিক প্রশংসা পাবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৩ মে ল্যাটিন আমেরিকার নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেন, চীনকে অবশ্যই সত্যিকারের বহুপাক্ষিকতাকে সমর্থন করতে হবে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে হবে।

সূত্র: দ্য ইকোনমিস্ট

এমএসএম