দেশজুড়ে

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় জমির সীমানা নির্ধারণ নিয়ে ফিতা ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আজিমনগর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফারুক ফকিরের দীর্ঘদিন জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে জমির পরিমাপ শুরু হয়। এ সময় জমির সীমানা নির্ধারণ নিয়ে ফিতা ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এর জের ধরে উভয়পক্ষ শালিসের মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় কমপক্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত ফরহাদ মাতুব্বর (২৮), জাহাঙ্গীর মাতুব্বর (৬১) ও মাফিয়া বেগমকে (৪৯) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ বিষয়ে এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এমআরএম