জাতীয়

২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার কাজ শেষ হবে

২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার কাজ শেষ হবে

দেশের বিভিন্ন শহরের নিম্ন আয়ভিত্তিক জনগোষ্ঠীর জন্য পানি, স্বাস্থ্যবিধি পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা ওসাপ বাংলাদেশ। এরই আলোকে আগামী ২০৩০-২০৩২ সালের মধ্যে দেশের প্রায় ১৫০টি পৌরসভায় ইন্ট্রিগেটেড ওয়েস্ট ম্যনেজমেন্টের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহেতেশামুল রাসেল খান।

Advertisement

বুধবার (১৪মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কান্ট্রি বিজনেস প্ল্যান ২০২৫-২০৩০ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব জানান তিনি।

এহেতেশামুল রাসেল বলেন, আমরা কনভেনশোনাল পদ্ধতিতে পানি সরবরাহ এবং স্যনিটেশন সুবিধা দিয়ে থাকি। শুধু মাত্র সরকারি সহায়তা ও ভেলপমেন্ট পার্টনারদের যে সহায়তা সেই সহায়তায় ৩৬০০ রুরাল এলাকায় যারা কমিউনিটি আছে ইউজার আছে তাদের সার্ভিস দিয়ে আসছি। আমরা পৌরসভা কর্তৃপক্ষের কাছে পূর্বাস্ট্রাকচার ডেভলপমেন্ট করে তাদের কাছে হস্তান্তর করে আসছি। আর এই ইনফো স্ট্রাকচারগুলি অপারেশন মেইনটেন্স এর দ্বায়িত্ব ইউজারদের।

তিনি বলেন, আমাদের অনেকগুলো ডেভলপন্টে পার্টনার আমাদের সহযোগিতাই এগিয়ে এসেছেন। মধ্যে আমরা ৫০টি পৌরসভায় এই ইন্ট্রিগেটেড ওয়েস্ট ম্যনেজমেন্টের কাজ শুরু করেছি। যেগুলো আগামী ২০৩০ সালের মধ্যে সবকাজগুলো শেষ হবে। তাছাড়া প্রায় ৮০টার মতো পৌরসভায় আমাদের এই এক্টিভিটিসগুলো শুরু হবে। আমরা আশা করি ২০৩০ বা ২০৩২ সালের মধ্যে আমরা প্রায় ১৫০ পৌরসভায় এই ইন্ট্রিগেটেড ওয়েস্ট ম্যনেজমেন্টের কাজ শেষ করতে পারবো। আর এই কাজগুলো শেষ হলে অনেকগুলো অপরচুনিটি সৃষ্টি হবে।

Advertisement

জানা গেছে, ওসাপ বাংলাদেশ ২০০৭ সাল থেকে দেশের বিভিন্ন শহরের নিম্ন আয়ভিত্তিক জনগোষ্ঠীর জন্য পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং আচরণ পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এরই মধ্যে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রংপুরসহ ৩২টি পৌরসভায় কার্যক্রম পরিচালনা করেছে এবং বর্তমানে আরও কয়েকটি সিটি করপোরেশন ও পৌরসভায় পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও হাইজিন সম্পর্কিত কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ওয়াসার কর্মাশিয়াল ম্যানেজার কাজী শহিদুল ইসলাম এবং কোকা-কোলা কোম্পানির কান্ট্রি হেড (ডিরেক্টর) মমশাদ আলী খান।

এছাড়াও ওসাপের লন্ডন অফিস প্রতিনিধি জেরেমি হর্নার ও আনজো ফ্রান্সিস এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন।

কেআর/এমআইএইচএস/জিকেএস

Advertisement