হকিতে এশিয়ার শীর্ষ ৬ দেশ বাদে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) নামে যে টুর্নামেন্ট হয়, সেখানে চার আসর ধরে বাংলাদেশই রাজা। এএইচএফ কাপ থেকেই বাংলাদেশ কোয়ালিফাই করে এশিয়ান কাপে। এবার সেই সুযোগ হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
Advertisement
শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় টুর্নামেন্টের সেমিফাইনালে ওমানের কাছে ৫-৩ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে ওমানের সঙ্গে জায়গা করে নিয়েছে চাইনিজ তাইপে। হতাশ বাংলাদেশ তৃতীয় স্থানের জন্য লড়বে কাজাখস্তানের বিপক্ষে।
বিগত বেশ কয়েক বছর ধরেই হকিতে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ওমান। সেমিফাইনালে এই দলটির সামনে পড়ায় একটা শঙ্কা ছিল বাংলাদেশকে নিয়ে। টুর্নামেন্টের টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ শেষ পর্যন্ত সেমিফাইনালে ওমানের কাছেই আটকে গেল। শুরু থেকেই এই ম্যাচে প্রধান্য ছিল ওমানের। অষ্টম মিনিটে লিড নিয়ে ওমান আভাস দিয়েছিল এই ম্যাচের বাতাস তাদের দিকেই।
১৩ মিনিটে সোহানুর রহমান সবুজের গোল বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিল এবং ২৪ মিনিটে আশরাফুলের গোল লিডও এনে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়দের।
Advertisement
তবে ওমান বিরতির আগেই সমতা ফিরিয়ে আনে। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার এগিয়ে যায় ওমান। ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়া ওমান স্কোরলাইন ৪-২ করে পরের মিনিটেই। ৩৮ মিনিটে ওবায়দুল জয় গোল করে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু ৪৪ মিনিটে ব্যবধান ৫-৩ করে ফেলে ওমান।
শেষ দিকে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ। নিজেদের চতুর্থ গোল আদায় করে পেনাল্টি স্ট্রোক থেকে ৫৪ মিনিটে। সবুজের দ্বিতীয় গোল আশা জাগালেও ম্যাচে সমতা আনতে পারেনি পুস্কর খীসা মিমোরা। ৫-৪ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় টানা চারবারের চ্যাম্পিয়নরা।
আরআই/এমএইচ/
Advertisement