কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ছিনতাইকারীসহ তার অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।
Advertisement
শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল হোসেন (৩২) ও তার অন্যতম সহযোগী সোহাগ (৩০)।
আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিএমপির মতিঝিল থানার ২০১৪ সালের ছিনতাই মামলার ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ছিনতাইকারী বিল্লাল ও তার অন্যতম সহযোগী ছিনতাইকারী সোহাগকে গ্রেফতার করা হয়।
Advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামি বিল্লাল ঘটনার পর থেকে সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর যাবৎ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে শাজাহানপুর, মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত ৯টি মামলা আছে। এছাড়াও গ্রেফতার অন্য আসামি সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/এএমএ/জিকেএস
Advertisement