খেলাধুলা

বাবর আজমের রেকর্ড ভাঙলেন কোহলি

বাবর আজমের রেকর্ড ভাঙলেন কোহলি

ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে জিততে পারে না রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সর্বশেষ তিন ম্যাচে হারের কারণে এ বদনাম রটে গিয়েছিল। অবশেষে বিরাট কোহলির ব্যাটে সেই সমালোচনা ঘোচাতে পেরেছে বেঙ্গারুরু। বৃহস্পতিবার রাতে রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়েছে তারা। বিরাট কোহলি এই ম্যাচে ৪২ বলে করেন ৭০ রান।

Advertisement

এই হাফ সেঞ্চুরি দিয়ে পাকিস্তানের বাবর আজমের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও এই ফরম্যাটে দাপট দেখাচ্ছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড গড়েছেন তিনি। টপকে যান বাবরকে।

কোহলির ৪২ বলে ৭০ রানে ভর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০৫ রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির স্ট্রাইক রেট ছিল ১৬৬.৬৭। এ বারের আইপিএলে ঘরের মাঠে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে এটা কোহলির ৬২তম অর্ধশতরান। এতদিন বাবরের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে ছিলেন তিনি। দু’জনই ৬১টি করে অর্ধশতরান করেছিলেন। সে সংখ্যা টপকে গেলেন কোহলি।

মজার বিষয় হলো, কোহলি যখন হাফ সেঞ্চুরি করে বাবর আজমকে টপকে যাচ্ছিলেন, একই সময় হাফ সেঞ্চুরি করছিলেন বাবরও। পিএসএলে লাহোর কালান্দার্সের ১২৯ রানের জবাবে বাবরের ৪২ বলে অপরাজিত ৫৬ রানে ভর করে জয় তুলে নেয় পেশোয়ার জালমি। একই সময়ে দু’জন হাফ সেঞ্চুরি করলেও, বাবরেরটা ছিল দ্বিতীয় ইনিংসে। আর কোহলিরটা প্রথম ইনিংসে। রেকর্ডটা হলো প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করার নিরিখে।

Advertisement

টি-টোয়েন্টিতে এই প্রথম ইংলিশ পেসার জোফরা আর্চারের বলে আউট হন কোহলি। একে অপরের বিরুদ্ধে ১১বার মুখোমুখি হয়েছেন। ৮০ বলে কোহলি তার বিরুদ্ধে ১০৩ রান করেছেন। আর্চার প্রথমবার কোহলিকে আউট করেন বৃহস্পতিবার। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৩৯২ রান করে ফেলেছেন কোহলি। কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৪.১১।

বৃহস্পতিবার ফিল সল্টের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কোহলি। পরে দেবদূত পাড়িক্কলের সঙ্গে গড়েন ৯৫ রানের জুটি। বেঙ্গালুরুর ২০৫ রানের জবাবে রাজস্থান শেষ হয়ে যায় ১৯৪ রানে।

আইএইচএস/

Advertisement