বর্তমান সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। ‘প্রজাপতী মিউজিক অ্যান্ড মিডিয়া’ ইউটিউব চ্যানেলে বর্ণালী সরকার নতুন মৌলিক গান প্রকাশ পেল ‘তুমি দূর আকাশের তারা’। গানটি লিখেছেন এফ আই অনন্ত ও সুরকার বর্ণালী সরকার। এর সংগীতায়োজন করেছেন সালমান শেখ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এরশাদ রোহান।
Advertisement
এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, ‘রোমান্টিক ঘরনার গানটির কথাগুলো চমৎকার। এফ আই অনন্ত ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে সংগীত আয়োজন করেছেন তরুণ মিউজিক ডিরেক্টর সালমান শেখ। গানটি মুক্তি পেয়েছে, আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
আরও পড়ুন রাফির কথায় ক্ষ্যাপার দলের নতুন গান ছবি দেখেই নীহার প্রেমে পড়ে গেলেন জোভাননির্মাতা এরশাদ রোহান বলেন, ‘কণ্ঠশিল্পী বর্ণালী সরকার এর গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান- মিউজিক ভিডিও ভালো লাগবে।’
এমএমএফ/জিকেএস
Advertisement