খেলাধুলা

‘আমাদের একজন ভালো মানের কোচ দরকার’

‘আমাদের একজন ভালো মানের কোচ দরকার’

জমজমাট আয়োজনে চলছে স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা। নতুন কমিটি এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের ঘরোয়া কার্যক্রম শুরু করলো। দেশে এখন ভলিবলে তেমন চর্চা নেই। জাতীয় দলও খেলার বাইরে অনেকদিন ধরে। তবে জাতীয় দলের অধিনায়ক হরশিত বিশ্বাস মনে করেন, এমন জমজমাট টুর্নামেন্ট করলে তরুণ খেলোয়াড়রা ভলিবলে আগ্রহী হবে। পল্টনের নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে স্বাধীনতা কাপ চলাকালীন জাগো নিউজকে সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই খেলোয়াড়।

Advertisement

জাগো নিউজ: স্বাধীনতা কাপ ভলিবল বেশ জাঁকজমকভাবেই আয়োজন করা হলো। এমন প্রতিযোগিতা ভলিবল উন্নয়নে কতটা ভূমিকা রাখবে?হরষিত বিশ্বাস: অবশ্যই ভালো ভূমিকা রাখবে। এই প্রতিযোগিতা যেভাবে জাঁকজমক করা হয়েছে। আমাদের মনে হচ্ছে, নতুন কিছু আসছে সামনে। এমন টুর্নামেন্ট হলে তরুণ খেলোয়াড়রা ভলিবলে আগ্রহী হবে।

জাগো নিউজ: এবার যে অন্যরকমভাবে ঘরোয়া খেলার আয়োজন করলো ফেডারেশন, সেটাকে কিভাবে দেখছেন?হরষিত বিশ্বাস: ঘরোয়া আয়োজন তো প্রতিবছরই থাকে। এবার যেভাবে জাঁকজমক করে স্বাধীনতা কাপ আয়োজন করা হলো, আমরা আশা করবো সামনের আয়োজনগুলোও এমন হবে।

জাগো নিউজ: সামনে আর কী ঘরোয়া প্রতিযোগিতা আছে?হরষিত বিশ্বাস: স্বাধীনতা কাপের পর আছে আমাদের জাতীয় লিগ আছে। আগামী মাসেই হওয়ার কথা রয়েছে।

Advertisement

জাগো নিউজ: এখন তো জাতীয় দলের কোনো কার্যক্রম নেই। তাহলে আপনারা কী পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন?হরষিত বিশ্বাস: আমি মনে করি দ্রুতই জাতীয় দলকে মাঠে নামানো উচিত। আমরা যারা জাতীয় দলের খেলোয়াড় আছি তাদের চাওয়া যেন দ্রুত জাতীয় দলের খেলা শুরুর ব্যবস্থা করা হয়।

জাগো নিউজ: সামনে আপনাদের কী কী আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে?হরষিত বিশ্বাস: এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে। এ ছাড়া সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হবে ঢাকায়। যতটুকু শুনেছিল অক্টোবরে এই খেলা হবে। আমরা কম হলেও ৩/৪ মাস সময় পাবো প্রস্তুতির জন্য।

জাগো নিউজ: বিদেশি কোচ নিয়ে আপনাদের চাওয়া কী?হরষিত বিশ্বাস: আমাদের অবশ্যই বিদেশি কোচ দরকার। ইরানের আলিপোর আরোজি অনেক দিন আমাদের সাথে কাজ করেছেন। তিনিও ভালো কোচ। তাকে আবার দায়িত্ব দিলেও ভালো, অন্য কোনো নতুন কোচ আনলেও ভালো। মোদ্দা কথা আমাদের ভালোমানের একজন বিদেশি কোচ দরকার।

জাগো নিউজ: জাতীয় দলে তো আপনাদের নামমাত্র পকেটমানি দিয়ে থাকে। এ নিয়ে অনেকদিন ধরেই খেলোয়াড়দের অসন্তোষ ছিল। এ বিষয়ে কী বলবেন?হরষিত বিশ্বাস: বর্তমানে আমাদের জন্য পকেটমানি বরাদ্দ ২৭৫ টাকা করে। আমরা আশ্বাস পেয়েছিলাম, এরপর পকেটমানি ৫০০ টাকা করে প্রত্যেককে দেওয়া হবে।

Advertisement

জাগো নিউজ: ধন্যবাদ।হরষিত বিশ্বাস: আপনাকেও ধন্যবাদ।

আরআই/এমএমআর/এমএস