ক্যাম্পাস

ঢাবিতে অনশনে হিটস্ট্রোকে অসুস্থ শিক্ষার্থীরা

ঢাবিতে অনশনে হিটস্ট্রোকে অসুস্থ শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান সংকট সমাধান ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবারও (২৩ এপ্রিল) চলছে।

অনশন চলাকালীন হিটস্ট্রোকে আক্রান্ত হন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত। বুধবার দুপুর ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি স্যালাইন গ্রহণ করছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন।

পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আরেক নেতা সাব্বির উদ্দিন রিয়নও অসুস্থ হয়ে পড়েন। তাকেও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, কুয়েটের উপাচার্যের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো না।

অনশনকারীদের একজন জানান, আমরা আমরণ অনশনে আছি। কুয়েটে আমাদের একটি প্রতিনিধিদল গেছে। আমরা আশাবাদী, আজই কোনো সিদ্ধান্ত আসবে।

ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং ঢাবি শাখার সদস্যসচিব মহির আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী অনশনে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন লিমন মাহমুদ, রেজওয়ান আহমেদ রিফাত, সাকিব আহমেদ, সাব্বির উদ্দিন, আহনাফ রহমান, আনিকা তাহসিনা এবং সায়লা আক্তার।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা কুয়েটের ঘটনায় বিচার এবং প্রশাসনিক জবাবদিহিতার দাবি জানিয়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন।

Advertisement

এফএআর/এমএইচআর/জিকেএস