অর্থনীতি

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের আরও অংশগ্রহণ চান বাণিজ্য উপদেষ্টা

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের আরও অংশগ্রহণ চান বাণিজ্য উপদেষ্টা

দেশের সুবিধাবঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়নোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকার আর্মি গলফ ক্লাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক বিজনেস টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, বিগত সরকারের সময়ে দেশের বিভিন্ন সেক্টরে যে দুর্বৃত্তায়ন হয়েছিল টিসিবিও তা থেকে মুক্ত ছিল না। দেশের বিভিন্ন প্রান্তে ভিজিট করে সেটির অনেক প্রমাণ পেয়েছি।

উপকারভোগী নির্বাচন করতে বিগত সময়ে ব্যাপক অনিয়ম হয়েছিল উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনকালে জুট মিলের মালিকের টিসিবি কার্ড দেখেছি, পাঁচতলা বাড়ির মালিকের এবং প্রশাসনে কর্মরতদের বাড়িতেও কার্ড দেখেছি।

Advertisement

আরও পড়ুন

টিসিবির জন্য কেনা হচ্ছে ২ কোটি ২০ লাখ লিটার পাম অয়েল অস্থির চালের বাজার, দাম কমতে বোরো কাটার অপেক্ষা

তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে গিয়ে দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি তাতে মনে হয়েছে, মানুষের মনে সরকারের ব্যবস্থাপনা ও মাঠ প্রশাসনের ওপর যে আস্থা সেটি কখনোই কাজ করবে না, যদি যোগ্য লোকেরা প্রতিদিন তার অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্বৃত্তায়ন সামাজিক ও সামগ্রিকভাবে আমাদের পিছিয়ে দিচ্ছে।

টিসিবির কার্যক্রমে পরিবর্তন আনার আকাঙ্ক্ষা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার কর্মকালে টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই। এক কোটি পরিবারের জন্য সরকার ১২ বা ১৪ হাজার কোটি টাকার পণ্য কেনে। আমরা এটির সর্বোত্তম ব্যবহার দেখতে চাই।

‘এর জন্য যোগ্য উপকারভোগী নির্বাচন করতে চাই এবং একই সঙ্গে এই টাকায় অধিক পণ্য কিনতে চাই। সেজন্য ব্যবসায়ীদের টিসিবির কাজের সঙ্গে অংশগ্রহণ দেখতে চাই। এরমধ্য দিয়ে বাণিজ্য সম্ভাবনা বাড়বে, মানুষ তার যোগ্য স্থান ফিরে পাবে।’

Advertisement

তিনি বলেন, সামগ্রিক প্রচেষ্টার কারণে গত রমজানে বাজার ব্যবস্থা ভালো ছিল। একটি দুর্বৃত্তায়িত ব্যবস্থা, যা অনেক দুর্বৃত্ত তৈরি করেছিল। সেখান থেকে বাজারের যে উত্তরণ তার জন্য অনেক দপ্তর ও সংস্থা কাজ করেছে। অর্থাৎ আমরা একটা সরকার হিসেবে কাজ করেছি। ফলে বাজারে প্রতিযোগিতামূলক ব্যবস্থা ও আস্থা তৈরি হয়েছে। দুর্বৃত্তায়িত ব্যবস্থা থেকে আমরা সরে আসতে চাই।

আরও পড়ুন

কিছু পণ্যের দাম বাড়লেও সংসার খরচে চাপ পড়বে না

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাজনীন কাওসার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

অনুষ্ঠানে কী নোট পেপার উপস্থাপন করেন টিসিবির ডাইরেক্টর (কমার্শিয়াল) এস এম শাহীন পারভেজ। প্রকিউরমেন্ট প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য রাখেন ডাইরেক্টর (প্রকিউরমেন্ট ও ফিন্যান্স ম্যানেজমেন্ট) মো. আবেদ আলী এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে বক্তব্য রাখেন টিসিবির অতিরিক্ত পরিচালক আল-আমীন হাওলাদার।

এমএমএ/এমকেআর/এমএস