দেশজুড়ে

স্টেডিয়ামের গেটে হার্ট অ্যাটাক, নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

স্টেডিয়ামের গেটে হার্ট অ্যাটাক, নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

সিলেট টেস্টে নিরাপত্তার দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইকরাম চৌধুরীর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা দেওয়ান তায়েফ হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেট টেস্টের চতুর্থ দিনে স্টেডিয়ামের মূল ফটকে দায়িত্ব পালনকালে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে সহকর্মীরা তাকে দ্রুত আল হারামাইন হাসপাতালে নিয়ে যান।

Advertisement

মোহাম্মদ ইকরাম চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেট নগরীর পীর মহল্লা এলাকায়।

স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা দেওয়ান তায়েফ হাসান চৌধুরী বলেন, সকালে মূল ফটকে দায়িত্ব পালনকালে তিনি (ইকরাম চৌধুরী) হার্ট অ্যাটাক করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, তার মৃত্যুর খবর পেয়ে বিসিবি কর্মকর্তারা হাসপাতালে গেছেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আহমেদ জামিল/এফএ/এএসএম

Advertisement