কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন এক কলেজ শিক্ষক। কিছু বুঝে ওঠার আগেই তলপেটে অকস্মাৎ লাথি মারার পরই মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে যান তিনি।
Advertisement
রোববার (২০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যার আগে উখিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে শিক্ষক ইকবালকে উখিয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহত ইকবাল (৬০) ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের দীর্ঘদিনের শিক্ষক এবং সাংবাদিক ইফতিয়াজ নুর নিশানের বাবা।
নিহতের ছেলে সাংবাদিক ইফতিয়াজ নুর নিশান জানান, রাতে তার বাবা ভাড়াটিয়া শরিফ প্রকাশ বট্টলের (৪৫) কাছে দোকানের বকেয়া ভাড়ার টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরিফ তার বাবার বিশেষ অঙ্গে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুরো ঘটনাটি তার চোখের সামনে ঘটে। পরে স্থানীয় জনতা অভিযুক্ত শরিফকে আটক করে পুলিশে সোপর্দ করে।
Advertisement
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ভাড়ার টাকা নিয়ে বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম