জাতীয়

ধর্ম অবমাননাকারীদের জন্য ব্লাসফেমি আইন চালুর দাবি আব্বাসীর

ধর্ম অবমাননাকারীদের জন্য ব্লাসফেমি আইন চালুর দাবি আব্বাসীর

ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্ল্যাসফেমি আইন পাস করার দাবি জানিয়েছেন জৌনপুরের পীর মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী। শনিবার (৩ মে) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এই দাবির কথা জানান।

Advertisement

সমাবেশে আব্বাসী বলেন, এই সরকার নারী কমিশন করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনুন।

এছাড়া করিডোর (মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর) দিয়ে স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, তবে রাজনীতি নিয়ন্ত্রণ করবে উল্লেখ করে তিনি বলেন, ৫৩ বছর আমাদের ঘাড়ে পা দিয়ে ইসলামবিরোধী শক্তি ক্ষমতায় গেছে। আগামীতে আলেম-ওলামাকে ছাড়া কোনও সিদ্ধান্ত জনগণ মানবে না। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলতে হবে। আলেমদের মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না।

Advertisement

এএএম/এমআইএইচএস/এমএস