গৃহকর্মীদের সংগঠন বা ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান করার সুপারিশ করেছে শ্রমবিষয়ক সংস্কার কমিশন। এছাড়া গৃহকর্মে ১৪ বছরের কম বয়সী শিশুদের নিয়োগ বন্ধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন করারও সুপারিশ করা হয়।
Advertisement
শ্রমবিষয়ক সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রমবিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন।
এতে বলা হয়, গৃহকর্মীদের বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্ত করে শ্রমিক হিসেবে স্বীকৃতি ও মর্যাদা দেওয়া এবং তাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার পূর্ব পর্যন্ত ‘গৃহকর্মীর কল্যাণ ও সুরক্ষণ নীতিমালা ২০১৫’ এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। গৃহ শ্রমিকদের (আবাসিক, অনাবাসিক, খণ্ডকালীন ও স্থায়ী) জন্য কর্ম ঘণ্টা বেতন ছুটি থাকা খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা উল্লেখ করে একটি স্বচ্ছ ও নির্দিষ্ট বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তি প্রণয়ন করা।
প্রতিবেদনে আরও বলা হয়, নিয়োগকর্তার বিরুদ্ধে শ্রমিকের কোনো অভিযোগ থাকলে তা কার বরাবর কোন স্থানে কীভাবে করবেন এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনাসহ ব্যবস্থা গ্রহণ করা। গৃহ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজের দক্ষতা বৃদ্ধি এবং নতুন দক্ষতা অর্জনের জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
Advertisement
এমইউ/জেডএইচ/