একুশে বইমেলা

ওষুধহীন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

ওষুধহীন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

ওষুধহীন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন ডা. মুজিবুর রহমান। ২ মে দুপুরে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন ও সেমিনারের আয়োজন করা হয়।

Advertisement

আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্ডিওলজিস্ট এবং অল্টারনেটিভ চিকিৎসক ডা. মুজিবুর রহমানের লেখা বইটির নাম ‘ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র’। মোড়ক উন্মোচন শেষে সেমিনারে ডা. মুজিবুর রহমান বলেন, ‘আজকের দ্রুতগতির বিশ্বে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশের নানাবিধ দূষণ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে শরীরে নানা জটিলতা ও অসুস্থতা দেখা দিচ্ছে।’

তিনি জানান, তার লেখা বইটিতে ব্যবহারিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার ও সুস্থতার জন্য সামগ্রিক প্রাকৃতিক চিকিৎসাপদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ বছরের গবেষণা এবং বাস্তবজীবনে প্রাকৃতিক চিকিৎসাপদ্ধতি প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানগুলো তিনি বইটিতে বেশ সহজ-সরল ও কার্যকরভাবে উপস্থাপন করেছেন।

আরও পড়ুনশান্তা ফারজানার ‘ইতি-কল্পনা’র মোড়ক উন্মোচন‘সেরা ১০০ সেন্ট্রালিয়ান’ বইয়ের মোড়ক উন্মোচন

ডা. মুজিবুর রহমান তার বক্তব্যের শেষ পর্যায়ে শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলো অনুসরণে সুষম পুষ্টি, সর্বোত্তম ব্যায়াম, চাপ ব্যবস্থাপনা, বিষমুক্তকরণ কৌশলসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। সবশেষে তিনি উপস্থিত শ্রোতা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Advertisement

অনুষ্ঠানে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান হাউস অব হারমনি ও ভ্যানটেজ ন্যাচারাল হেলথ সেন্টারের পরিচালক ও কর্মকর্তা, বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ।

আয়োজকরা জানান, বইটি রকমারি ডটকম থেকে অর্ডার করতে পারবেন। এ ছাড়া মতিঝিলে হাউস অব হারমনির বাংলাদেশ অফিস, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার পেজে অথবা প্রতিষ্ঠানের হটলাইন নম্বরে যোগাযোগ করেও বইটি সংগ্রহ করা যাবে।

এসইউ/জেআইএম

Advertisement