‘আমি আর তুমাক গাইল দিবল্যা, কিছু কবল্যা। বাড়িত ফিরি আইসো রে। তুমার লাইগি বাড়ির সুবাই কানতিছে রে (আমি আর তোমাকে গালি দেবো না, কিছু বলবো না। বাড়ি ফিরে আসো রে। তোমার জন্য বাড়ির সবাই কান্নাকাটি করছে)।’
Advertisement
এভাবেই হারিয়ে যাওয়া বৃদ্ধ স্বামী হারান আলী ফকিরকে (৯০) ফিরে পেতে বাড়িতে বিলাপ করছিলেন বৃদ্ধা স্ত্রী রহিমা বেগম (৭৫)।
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত দেছের ফকিরের ছেলে হারান ফকির। গত ২৬ এপ্রিল স্ত্রীর ওপর অভিমান করে বাড়িছাড়া হন তিনি। আট দিন অতিবাহিত হলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবার ও স্বজনদের।
ওই বৃদ্ধের ছোট ছেলে রুবেল আহমেদ জানান, তার বাবা ৯০ বছর বয়সেও সুস্থ আছেন। তার ৪ ছেলে ২ মেয়ে। তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান।
Advertisement
এর আগে অভিমান করে বাড়ির বাইরে গেলেও চলে আসতেন। কিন্তু আট দিন অতিবাহিত হলেও তাকে খুঁজে না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান রুবেল আহমেদ।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, বৃদ্ধ হারান আলীকে খুঁজে পেতে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম
Advertisement