বিনোদন

ফেসবুকে ক্যানুলার ছবি, ববিতা জানালেন ভালো আছেন

ফেসবুকে ক্যানুলার ছবি, ববিতা জানালেন ভালো আছেন

দেশে ফিরে বিশ্রাম নিচ্ছেন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্র থেকে অবসর নেওয়া এই অভিনেত্রী এখন যাপন করছেন পারিবারিক জীবন। কিছু দিন হলো কানাডা থেকে দেশে ফিরেছেন। আজ ফেসবুক আইডিতে দেখা যায় ক্যানুলা ফুটানো একটি হাতের ছবি। তা দেখে ভক্তদের মধ্যে ছড়ায় উদ্বেগ, অভিনেত্রী কি তবে অসুস্থ!

Advertisement

আজ (২১ এপ্রিল) সোমবার ক্যানুলা লাগানো হাতের ছবি পোস্ট করা হয় ফরিদা আক্তার ববিতা (পপি) নামের একটি ফেসবুক আইডি থেকে। অনেকের ধারণা আইডিটি ববিতার কাছের কেউ পরিচালনা করেন। ওই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘এবার দেশে এসে, বেশির ভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।’ যোগাযোগ করা হলে তার এক মুখপাত্র জানান, ববিতা ভালো আছেন।

ববিতার ছেলে অনিক বেশ কয়েক বছর ধরে কানাডা প্রবাসী। পড়াশোনা শেষে সেখানেই চাকরি করছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটাতে বছরের একটা নির্দিষ্ট সময় সেখানে থাকেন ববিতা। বছরের বাকিটা সময় কাটান বাংলাদেশে। গত আগস্ট মাসে কানাডার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

১৯৬৮ সালে ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ববিতা। এরপর থেকে নিয়মিত অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করা এই শিল্পী আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার।

Advertisement

আরও পড়ুন:  যে ঘটনার পর আর হলে গিয়ে সিনেমা দেখেননি ববিতা  দশ বছর অপেক্ষা ববিতার  দেশ ছেড়েছেন ববিতা 

এমআই/আরএমডি